Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সড়ক ও জনপথ অধিদপ্তর প্রদত্ত বিভিন্ন সেবা

ক)        সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সরঞ্জাম/যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরেও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান।

খ)         সড়ক নির্মাণের বিভিন্ন উপকরণ ও নির্মাণ সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষণাগারে পরীক্ষাকরণ।

গ)         আর.এইচ.ডি ট্রেনিং সেন্টার, মিরপডুর সওজ অধিদপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণের পাশাপাশি ইঞ্জিয়ারিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও কম্পিউটার বিষয়ের উপর ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান।

ঘ)         সিএনজি ফিলিং ষ্টেশন/রূপামত্মর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বাণিজ্যিকে/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।

 

ক্রমিক নং

সেবার বিবরণ

অনুসন্ধানের জন্য যোগাযোগ

ক)

সিএনজি ফিলিং ষ্টেশন/রূপামত্মর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বাণিজ্যিকে/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

এম.আই.এস. এন্ড এষ্টেটস সার্কেল,

ঢাকা।

খ)

সড়ক গবেষণাগারে বিভিন্ন উপকরণের পরীক্ষাকরণ সংক্রান্ত।

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)

সড়ক গবেষণাগার, মিরপুর, ঢাকা।

গ)

সড়ক গবেষণাগারে বিভিন্ন উপকরণের পরীক্ষার জন্য ব্যবহৃত বিবিধ যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ।

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)

সড়ক গবেষণাগার, মিরপুর, ঢাকা।

ঘ)

সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী

সরঞ্জাম নিয়ন্ত্রণ ও সংগ্রহ সার্কেল, ঢাকা।

ঙ)

জেলাওয়ারী টোল সেতু/সড়কের অবস্থান।

সংশিস্নষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী।

চ)

জেলাওয়ারী ফেরী সার্ভিস।

সংশিস্নষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী।

ছ)

আর এইচ ডি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সংক্রামত্ম তথ্যাদি।

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)

সওজ প্রশিÿণ কেন্দ্র, ঢাকা।

জ)

অভিযোগ ও পরামর্শ সংক্রামত্ম।

তত্ত্বাবধাযক প্রকৌশলী

প্রশাসন ও সংস্থাপন, ঢাকা।

 

 

সড়ক ও জনপথ অধিদপ্তর দেশে একটি আধুনিক, নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে সদা নিয়োজিত।