Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

কুষ্টিয়া সড়ক বিভাগের সমাপ্তকৃত উন্নয়নমূলক কর্মকান্ড

ক) কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প

প্রকল্পের আওতায় ৬.৬০ কিলোমিটার সড়ক, ১টি সেতু, ১টি রেলওয়ে ওভারপাস ও ২২টি কালভার্ট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

)   জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (খুলনা জোনএর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ

  • সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৫.৬৫ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
  • সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ১৬.০০ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
  • দৌলতপুর-দৌলতখালী-মথুরাপুর হাইস্কুল বাজার (জেড-৭৪১২) সড়কে ১২.৩০ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
  • ভেড়ামারা-দৌলতপুর (জেড-৭৪১১) সড়ক ২০.৫৪ কিঃ মিঃ যথাযথভাবে সংস্কার করা হয়েছে।

      )   আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোনএর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ

  • আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) (আর-৭১০) আঞ্চলিক মহাসড়ক ২৮.০৫৪ কিঃ মিঃ প্রশস্তকরণসহ যথাযথ মানে উন্নীত করা হয়েছে।
  • চড়াইকোল-শিলাইদহ (আর-৭১৩)আঞ্চলিক মহাসড়ক ৫.৪৩৫ কিঃ মিঃ যথাযথ মানে উন্নীত করা হয়েছে।

          পিএমপি-সড়ক (মেজরকর্মসূচীএর আওতায় সমাপ্তকৃত কাজসমূহঃ

  • ভেড়ামারা-দৌলতপুর ( জেড-৭৪১১) সড়কের ২০.৫৪ কিঃ মিঃ ডিবিএসটি কাজ সমাপ্ত করা হয়েছে।

          পিএমপি-সেতু/কালভার্ট (মেজরকর্মসূচীএর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ

  • সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৩.৫৪ মিটার কাকিলাদহ সেতু নির্মাণ কাজ।
  • সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ২৫.৭৪ মিটার ঝুটিয়াডাঙ্গা সেতু নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে।
  • এছাড়া বিভিন্ন জেলা মহাসড়কে ৪৬.০০ মিটার ১৬টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।

          চলমান/বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প (এডিপিসমূহঃ

      ঘ)   ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ      যথাযথ    মানে উন্নীতকরণ প্রকল্প।

  • ডিপিপি মূল্যঃ ৫৭৪১৬.৯৫ লক্ষ টাকা
  • বাস্তবায়নকালঃ ০১ জানুয়ারি ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
  • একনেক কর্তৃক অনুমোদনের তারিখঃ ১০/১২/২০১৯ খ্রিঃ।
  • প্রকল্পে মোট প্যাকেজ সংখ্যাঃ ৫টি।
  • চলতি অর্থ বছরে বরাদ্দঃ ৪০০০.০০ লক্ষ টাকা।
  • চলতি অর্থ বছরে ব্যয়ঃ ২০০০.০০ লক্ষ টাকা।
  • ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতিঃ ৪৬৪০.০০ লক্ষ টাকা।

      ঙ)   কুষ্টিয়া (ত্রিমোহানী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও      প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পঃ

  • প্রকল্পের দৈর্ঘ্য (কুষ্টিয়া সড়ক বিভাগ) : ২৩.১৭৯ কিলোমিটার।
  • ডিপিপি মূল্য (অনুমোদিত কুষ্টিয়া সড়ক বিভাগ) : ৩০৬৬৬.৪৭ লক্ষ টাকা (০১/০৬/২০২১ তারিখে একনেক কর্তৃক অনুমোদন)
  • বাস্তবায়নকাল (অনুমোদিত) : ০১-০৭-২০২১ হতে ৩১-১২-২০২৩ খ্রিষ্টাব্দ।
  • কাজের দৈর্ঘ্য (কিমি) : ৬.৪০ কিলোমিটার।
  • প্রাক্কলিত মূল্য : ৭০৮০.৯৫ লক্ষ টাকা।
  • দরপত্র আহবান প্রক্রিয়াধীন।