আমাদের অর্জনসমূহ
কুষ্টিয়া সড়ক বিভাগের সমাপ্তকৃত উন্নয়নমূলক কর্মকান্ড
ক) কুষ্টিয়া শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প
প্রকল্পের আওতায় ৬.৬০ কিলোমিটার সড়ক, ১টি সেতু, ১টি রেলওয়ে ওভারপাস ও ২২টি কালভার্ট নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
খ) জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (খুলনা জোন) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ
- সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৫.৬৫ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
- সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ১৬.০০ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
- দৌলতপুর-দৌলতখালী-মথুরাপুর হাইস্কুল বাজার (জেড-৭৪১২) সড়কে ১২.৩০ কিঃ মিঃ সড়ক প্রশস্তকরণসহ যথাযথ মানের উন্নীত করা হয়েছে।
- ভেড়ামারা-দৌলতপুর (জেড-৭৪১১) সড়ক ২০.৫৪ কিঃ মিঃ যথাযথভাবে সংস্কার করা হয়েছে।
গ) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোন) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ
- আহলাদিপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌড়হাস) (আর-৭১০) আঞ্চলিক মহাসড়ক ২৮.০৫৪ কিঃ মিঃ প্রশস্তকরণসহ যথাযথ মানে উন্নীত করা হয়েছে।
- চড়াইকোল-শিলাইদহ (আর-৭১৩)আঞ্চলিক মহাসড়ক ৫.৪৩৫ কিঃ মিঃ যথাযথ মানে উন্নীত করা হয়েছে।
পিএমপি-সড়ক (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত কাজসমূহঃ
- ভেড়ামারা-দৌলতপুর ( জেড-৭৪১১) সড়কের ২০.৫৪ কিঃ মিঃ ডিবিএসটি কাজ সমাপ্ত করা হয়েছে।
পিএমপি-সেতু/কালভার্ট (মেজর) কর্মসূচী) এর আওতায় সমাপ্তকৃত উন্নয়ন কাজসমূহঃ
- সদরপুর বাজার-হালসা রেল বাজার (জেড-৭৪৬৫) সড়কে ১৩.৫৪ মিটার কাকিলাদহ সেতু নির্মাণ কাজ।
- সদরপুর-ঝুটিয়াডাঙ্গা-আসাননগর-হাটবোয়ালিয়া (জেড-৭৪৬৪) সড়কে ২৫.৭৪ মিটার ঝুটিয়াডাঙ্গা সেতু নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে।
- এছাড়া বিভিন্ন জেলা মহাসড়কে ৪৬.০০ মিটার ১৬টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।
চলমান/বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প (এডিপি) সমূহঃ
ঘ) ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প।
- ডিপিপি মূল্যঃ ৫৭৪১৬.৯৫ লক্ষ টাকা
- বাস্তবায়নকালঃ ০১ জানুয়ারি ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
- একনেক কর্তৃক অনুমোদনের তারিখঃ ১০/১২/২০১৯ খ্রিঃ।
- প্রকল্পে মোট প্যাকেজ সংখ্যাঃ ৫টি।
- চলতি অর্থ বছরে বরাদ্দঃ ৪০০০.০০ লক্ষ টাকা।
- চলতি অর্থ বছরে ব্যয়ঃ ২০০০.০০ লক্ষ টাকা।
- ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতিঃ ৪৬৪০.০০ লক্ষ টাকা।
ঙ) কুষ্টিয়া (ত্রিমোহানী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পঃ
- প্রকল্পের দৈর্ঘ্য (কুষ্টিয়া সড়ক বিভাগ) : ২৩.১৭৯ কিলোমিটার।
- ডিপিপি মূল্য (অনুমোদিত কুষ্টিয়া সড়ক বিভাগ) : ৩০৬৬৬.৪৭ লক্ষ টাকা (০১/০৬/২০২১ তারিখে একনেক কর্তৃক অনুমোদন)
- বাস্তবায়নকাল (অনুমোদিত) : ০১-০৭-২০২১ হতে ৩১-১২-২০২৩ খ্রিষ্টাব্দ।
- কাজের দৈর্ঘ্য (কিমি) : ৬.৪০ কিলোমিটার।
- প্রাক্কলিত মূল্য : ৭০৮০.৯৫ লক্ষ টাকা।
- দরপত্র আহবান প্রক্রিয়াধীন।